১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস–২০২৩ উপলক্ষ্যে–

১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস–২০২৩ উপলক্ষ্যে–

"মহান বিজয় দিবসের অঙ্গীকার, বঙ্গবন্ধুর আদর্শে সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" প্রতিপাদ্যে ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস–২০২৩ উপলক্ষ্যে– "শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ" কর্তৃক আয়োজিত আলোচনা সভা, কবিতা আবৃত্তি, ক্রিকেট এবং রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ কণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ৯ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মো: তানজের হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিপিএম (সেবা), জি+।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল– প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ।

সর্বোপরি সকলের সরব উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস সম্পন্ন হয়।