Message of the Principal

শিক্ষা হলো আচরণের কাঙ্ক্ষিত বাহ্যিক বিকাশ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীর মনোভাবনার বহিঃপ্রকাশ হলো ম্যাগাজিন। দক্ষিণ বাংলার পায়রা নদী তীরবর্তী শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বার্ষিকী হলো পায়রা। শিক্ষার্থীর মন ও ভাব শক্তিকে জাগ্রত করতে পারে তাদের রচিত সাহিত্য কর্ম। শিক্ষার্থীর মন স্বভাবতই অনুসন্ধিৎসু; তার অন্তরে সদা কল্পনা শক্তি ও নব চেতনার উন্মেষ ঘটে। তাদের মেধা মননকে সংকীর্ণতার বলয় ভেঙে জ্ঞানের পূর্ণতায় বিকশিত করতে পায়রা-২০২২ বার্ষিকীটি অনন্য ভূমিকা রাখবে। শিল্প সাহিত্য চর্চা একটি জাতিকে তার প্রকৃত দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তোলে। পয়রা ম্যাগাজিনটিও শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশভূমি হিসেবে সহায়ক হবে।

স্বাধীন জাতি হিসেবে আমরা ইতোমধ্যে সুদীর্ঘ ৫০ বছর পার করেছি। ভয়াল করোনার থাবা, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, যুদ্ধ আমাদের বিশ্বকে প্রতিকূলতার মধ্যে বাঁচতে শিখিয়েছে। জাতি হিসেবে আমাদের মানবিক গুণাবলি ও প্রকৃত শিক্ষা অর্জনই প্রধান কর্তব্য। একটি শিক্ষার্থীবান্ধব ও সৃজনশীল মেধার বিকাশ আমাদের অনাগত ভবিষ্যতের জন্য কাম্য। আর এ ক্ষেত্রে পায়রা ম্যাগাজিনটি সৃজনী শক্তি নিয়ে প্রকাশিত হলো।

সাহিত্য শব্দটির সাথে ‘সহিত’ শব্দটি গভীরভাবে জড়িত। একের সাথে অন্যের বা পরিবেশের যে আন্তঃসম্পর্ক বিরাজ করে সাহিত্য সেই নান্দনিক শিল্পকর্মকেই মানস পটে এঁকে দেয়। কোমলমতি শিক্ষার্থীর মুক্ত চিন্তা শৈল্পিক বিকাশে বিকশিত হয়ে যে নৈতিক ও আদর্শিক উন্নতি ঘটে তার অনন্য প্রতিফলন তাদের আঁকা ছবি, লেখা কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, স্বদেশ ও মুক্তিযুদ্ধ ভাবনা, কল্পবিজ্ঞান প্রভৃতি বিষয়ে। মুক্ত চিন্তা ও চর্চাই সাহিত্য সৃষ্টির অন্যতম সহায়ক শক্তি।

নানা সীমাবদ্ধতা সত্তে¡ও গত বছরের ন্যায় এ বছরও স্বমহিমায় শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বার্ষিকী পায়রা -২০২২ প্রকাশিত করতে পেরে আমি আনন্দিত। যাদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় পায়রা প্রকাশিত হলো তাদের ধন্যবাদ জানাই। একই সাথে যাদের লেখায় পায়রা-২০২২ সমৃদ্ধ হয়েছে তাদের প্রতি আমার অভিনন্দন ও শুভেচ্ছা।

 

 

 

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ

অধ্যক্ষ

শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বরিশাল।