Sheikh Hasina Cantonment Public School & College

আজ ১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। জাতির পিতার জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’হিসেবে উদযাপন করা হয়। ১৯২০ সালের এই দিনে তিনি তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুন দম্পতির তৃতীয় সন্তান ছিলেন তিনি।

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪” উদযাপন উপলক্ষ্যে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আলোচনা সভা, দিবস সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ মহোদয় অধ্যক্ষ লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিপিএম (সেবা), জি+, প্রভাষক সুজন চন্দ্র রায় এবং প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল আয়োজন উপভোগ করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, পিএসসি। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এবং প্রধান অতিথির বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশ গড়ার কাজে সবাইকে আহবান জানান।