শেখ হাসিনা ক্যান্ট. পাব. স্কুল ও কলেজ-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
আজ ‘শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’-এর ৫ম প্রতিষ্ঠান বার্ষিকী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং শেখ হাসিনা সেনানিবাসের জিওসি, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া, মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিমসহ অত্র সেনানিবাসের জ্যেষ্ঠ অফিসারবৃন্দ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তিন জেলার মিলনস্থলে পায়রা নদীর অববাহিকায় ২০১৯ সালের ২১ জানুয়ারি ৬ জন শিক্ষক, ১৬০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে দক্ষিণাঞ্চলের প্রথম সেনানিবাসে অবস্থিত শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রথম বারেই পাবলিক পরীক্ষা গুলোয় শতভাগ সাফল্যের সাথে মাত্র পাঁচ বছরে আজ প্রায় শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ দেড় হাজার শিক্ষার্থী নিয়ে খেলাধুলা সহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে বিভাগের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে।
প্রধান অতিথি শিক্ষার্থীদেরকে বলেন,” ভাল ফলাফলের পাশাপাশি, ভাল মানুষও হতে হবে”। ”আজকে প্রতিষ্ঠানটিকে এই অবস্থায় নিয়ে আসার জন্য প্রাক্তন পৃষ্ঠ-পোষক, , সভাপতি, অধ্যক্ষ ও সংশ্লি